ফারাক্কায় কাটা হচ্ছে গাছ, চলছে ইলেকট্রিকের তারের কাজ ! পুলিশ জনতা খণ্ডযুদ্ধের পর থমথমে এলাকা Farakka Murshidabad

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শনিবার পুলিশ জনতা খণ্ডযুদ্ধের পর এখনও থমথমে বেনিগ্রামের দাদানতোলা এলাকা । শনিবার বেনিয়া গ্রামের দাদনতোলায় পুলিশের সাথে বচসা হয় স্থানীদের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও গ্রামবাসীদের একাংশের মধ্যে বাধে খন্ডযুদ্ধ। গ্রাম বাসীদের দাবি ছিল, আম লিচুর বাগানের উপর দিয়ে নিয়ে যাওয়া যাবে না ইলেকট্রিকের হাই টেনশন তার। দীর্ঘ দিন ধরেই বেনিয়াগ্রামে আম, লিচুর বাগানের উপর দিয়ে আদানি সংস্থার হাইটেনশন ইলেট্রিক তার যাওয়ার প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রাম বাসীদের একাংশ। গ্রামবাসীদের অভিযোগ, শনিবার পুলিশ অন্যায় ভাবে গ্রামবাসীদের মারধোর করেছে। ঘটনাস্থলে ছিলেন জেলা পরিষদের কংগ্রেস সদস্য আসিফ ইকবাল। জেলা পরিষদ সদস্যের দাবি, মারধোর করা হয় তাকেও। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ।
শনিবার দুপুরেই কড়া পুলিশি পাহারায় শুরু হয়ে ইলেকট্রিক লাইনের কাজ। রবিবার সকাল থেকেই জোর কদমে চলছে কাজ। সকালে কাটা হয় বেশ কিছু গাছও। ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে আদানি গোষ্ঠী। ফারাক্কার বিভিন্ন গ্রামের উপর দিয়ে যাবে সেই তার।