ফারাক্কায় আসছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য , যাবেন সেই গ্রামে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের ফারাক্কায় আসবেন মুর্শিদাবাদের ফারাক্কায় আসবেন আইনজীবী , সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য । শনিবার মুর্শিদাবাদে এসে এই কথাই জানালেন মানবাধিকার কর্মী অধ্যাপক চঞ্চল চক্রবর্তী। এদিন ফারাক্কায় যান সেভ ডেমোক্রেসির প্রতিনিধি দল। এই দলে ছিলেন অধ্যাপক রাজীব সেন ও পিনাকী ভট্টাচার্য। আমলিচুর বাগানের উপর দিয়ে আদানি সংস্থার বিদ্যুত’এর হাই টেনশন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ফারাক্কায় দাদানতোলা। , সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য । শনিবার মুর্শিদাবাদে এসে এই কথাই জানালেন মানবাধিকার কর্মী অধ্যাপক চঞ্চল চক্রবর্তী। এদিন ফারাক্কায় যান সেভ ডেমোক্রেসির প্রতিনিধি দল। এই দলে ছিলেন অধ্যাপক রাজীব সেন ও পিনাকী ভট্টাচার্য। আমলিচুর বাগানের উপর দিয়ে আদানি সংস্থার বিদ্যুত’এর হাই টেনশন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ফারাক্কায় দাদানতোলা।
মানবাধিকার কর্মীরা দাবি করেছেন , আদানি গোষ্ঠীর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ার বসানো এবং তার টানার জন্য ক্ষতি হচ্ছে গ্রামের মানুষের । প্রচুর গাছ কাটা গিয়েছে। ক্ষতিপূরণ নিয়েও প্রশ্ন রয়েছে। চঞ্চল চক্রবর্তী অভিযোগ করেন, ” ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোন নিয়ম নীতি মানা হচ্ছে না। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে খেয়াল খুশি মতো। ২৪শে জুলাই ফারাক্কায় সমাবেশ হবে। উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী , সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য”।