ফারাক্কার সেই গ্রামে সেভ ডেমক্রেসির প্রতিনিধিদল Save Democracy Team at Farakka Village

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শনিবার ফারাক্কার দাদনতোলায় গেলেন সেভ ডেমক্রেসির প্রতিনিধদল । দাদনতোলা, ঘোলাকান্দি, ইমামনগর,সমাসপুর , বল্লালপুরে ঘুরে মানুষের সাথে কথা বলেন প্রতিনিধিরা। ২৯ জুন গ্রামবাসী এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে গ্রামে । বিরোধীরা অভিযোগ তুলেছে, ওই দিন গ্রামবাসীদের মারধোর করে পুলিশ। সেভ ডেমক্রেসির প্রতিনিধিরা অভিযোগ করেছেন , এই গ্রামগুলিতে রয়েছে কয়েকশো আম এবং লিচু গাছ যার বিরাট সংখ্যক গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। রাজ্য সরকার এর জন্য কোন জমি অধিগ্রহণ করেনি। এই আম ও লিচু গাছ থেকেই গ্রামবাসীদের সারা বছরের আয় হয়। আজ তারা জীবিকা হারাতে বসেছেন । সেভ ডেমোক্রেসির প্রতিনিধি দলের নেতা চঞ্চল চক্রবর্তী বলেছেন, ” সিঙ্গুরে অনিচ্ছুক চাষীদের জমি ফেরতের দাবিতে আন্দোলন করে শিল্প তাড়িয়েছিলেন আর আজ তিনি অনিচ্ছুক চাষিদের জমি জোর করে কেড়ে নিচ্ছেন মোদির পেয়ারের শিল্পপতি আদানিকে খুশি করে মোদির গুডবুকে থাকার জন্য” । প্রতিনিধি দলে চঞ্চল চক্রবর্তী ছাড়াও ছিলেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক রাজীব সেন ও পার্থ মাহান্তি।