ফারাক্কাঃ প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়েছিলেন জলে, কুর্নিশ জানাল পুলিশ

Published By: Madhyabanga News | Published On:

“চোখের সামনে দেখলাম গাড়িটা ডুবে যাচ্ছে। গাড়িতে কেউ আছে । দুই মিনিটের মধ্যেই জলে ঝাঁপ দিই। হাত ধরে কোন মতে গাড়ির চালককে বাঁচালাম” , শান্ত ভাবেই বলছেন ফারাক্কার প্রসেনজিৎ হালদার। সোমবার দুপুরে  জীবনের ঝুঁকির  তোয়াক্কা না করেই ফিডার ক্যানেলে তলিয়ে যাওয়া গাড়ি থেকে চালককে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রসেনজিৎ হালদার, জয়চাঁদ দাস, গলা হালদার ও রাজেশ । এদের চেষ্টা তেই প্রাণ বেঁচেছে গাড়ির চালকের।

সোমবার সকালে ফরাক্কা ২ নম্বর কলোনী নেপাল মন্দিরের দিক থেকে ফরাক্কা এনটিপিসি – র ফিল্ড হোস্টলের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফিডার ক্যানেলে পড়ে যায় একটি ছোটো চার চাকা গাড়ি, তারপর তড়িঘড়ি স্থানীয় তিন যুবক ও এক ব্যাক্তি জলে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করেন গাড়ির চালককে। সন্ধ্যেতেই চার বাসিন্দাকে সংবর্ধিত করল ফরাক্কা থানার পুলিশ।  সোমবার সন্ধ্যায় ফরাক্কা থানা প্রাঙ্গনে সংবর্ধনা জানানো হয়। সাহসিকতার পরিচয় দেওয়ায় কুর্নিশ জানানো হয় তাদের। ফরাক্কা থানার পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়। ফুলের তোড়া  দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কর্তারা । উদ্ধারকারীদের হাতে   আর্থিক সাহায্যও  তুলে দেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম।

,