ফাঁকা রাস্তায় খবরের কাগজ হাতে একলা আনসার

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ চলার পথে কখনো হয়তো দেখেছেন তাকে, কখনো আবার হয়তো চোখেও পরে নি। তবে যাই হোক, তিনি কিন্তু ছিলেন, আজও আছেন একই ভূমিকায়। প্রতিদিন ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, নানান রাজনৈতিক ওঠা পরা- ভালো মন্দ সব খবরের হদিশ মেলে তার কাছে- কিন্তু তার খবর কি কেউ রাখে?

আনসার সেখ, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বহরমপুর টেকস্টাইল কলেজ মোড়ে রাস্তার ধারে এক ছাউনির নীচে একটি বাক্স নিয়েই খবরের কাগজের পসরা সাজিয়ে বসেন তিনি। যে দু পয়সা রোজগার হয় তা দিয়েই স্ত্রী দুই মেয়ে ও এক ছেলের দেখভাল করেন। লকডাউনের বাজারে জনমানব শুন্য পথঘাট। ফলে বেচেকেনা নেই বললেই চলে। যে পয়সা রোজগার হত, সেই পথটাও আজ বন্ধ।

আনসার সেখের কথায়, স্মার্ট ফোনের দৌলতে অনেকেই খবরের কাগজ থেকে মুখ ফিরিয়েছেন। বদলে অন লাইনেই খবরের খবর রাখছে নতুন প্রজন্ম।

এমনিতেই বেচা কেনা কম, তার ওপর সপ্তাহে দু দিন করে লকডাউন- যা নিয়ে আনসার সেখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ।

বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ