ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের G.M অফিস ঘেরাও তৃনমূলের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ গঙ্গা ভাঙন প্রতিরোধ ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবীতে ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের- জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও সামসেরগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের। যে ভাবে সামসেরগঞ্জের ধানঘরা, কামালপুর, পদ্মাতলা, নতুন শিবপুর, একের পর এক গ্রাম ভাঙনে লুপ্ত হয়ে যাওয়ার পথে- সেই ভয়াবহ অবস্থা কাটিয়ে উঠতে স্থানীয় বিধায়ক ও জন প্রতিনিধিরা মঙ্গলবার ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজারের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচী নেন। এদিন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ও স্থানীয় তৃনমূল নেতৃত্ব কর্মীরা সকাল ১০ টা থেকে অবস্থান করেন। ভাঙন সমস্যা মেটাতে ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজারের কাছে একাধিক দাবি দাবা পেশ করা হয়।

ঘেরাও, অবস্থান, ডেপুটেশন প্রসঙ্গে জেনারেল ম্যানেজার বলেন, নিমতিতা পঞ্চায়েতের অধীনে একাধিক গ্রাম ফরাক্কা ব্যারেজের এখতিয়ারের বাইরে। শুধুমাত্র ডাউন স্ত্রিমে ৬.9 কিমি পর্যন্ত ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের এখতিয়ারে আছে। রাজ্য সরকারের অধীনে রয়েছে এইসব এলাকা। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক থেকে নির্দেশ এলে তবেই কিছু করা যাবে।