মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ফারাক্কায় ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। এবার বিহার থেকে গ্রেপ্তার পবন কুমার নামে আরও এক ব্যক্তি। বিহারের ভাগলপুরের বাসিন্দা ধৃত ব্যক্তি। চলতি বছরের ১৩ই এপ্রিল বুধবার ভরদুপুরে ফরাক্কায় একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা ব্যাঙ্ক কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে পালিয়ে যায় বলে অভি্যোগ। প্রায় ২ কোটি টাকা ডাকাতি হয় বলে ব্যাঙ্কের দাবী। সেদিনই পুলিশ ধাওয়া করে ৩ ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতি করা টাকাও। কয়েক দিন আগেই এই ঘটনায় ঝাড়খণ্ড থেকে পুলিশের জালে ধরা পরে মূল অভিযুক্ত কানাইহা যাদব ওরফে শম্ভুনাথ যাদব। তাকে হেফাজতে নিতেই ফের পুলিশের জালে আরও এক ফেরার অভিযুক্ত। রবিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে ফারাক্কা থানার পুলিশ। এই ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরাক্কায় ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার আরও ১
Published By: Madhyabanga News |
Published On:
