ইমাজিন ডেস্কঃ১২ নভেম্বরঃ ফরাক্কায় ফিডার ক্যানেলে তলিয়ে গেল এক শ্রমিক। নিউ ফরাক্কা রেল স্টেশনে শ্রমিকের কাজ করতেন তিনি । স্থানীয় সুত্রে জানা যায়, কাজের মাঝে দুপুরে সহ কর্মীদের সাথে ফিডার ক্যানেলে স্নান করতেন প্রতিদিন। বৃহস্পতিবারও তারা স্নান করতে নামেন । দুজন স্নান করে উঠলেও খোঁজ মেলে না ফরাক্কার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা গোপীচাঁদ ঘোষের। ঘাটে পোশাক পরে থাকলেও- শ্রমিকের কোন হদিশ মেলে না। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পরিবারে, ঠিকাদার সংস্থাকে।
খবর পেয়ে ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের কর্মরত সি আই এস এফ প্রতিনিধিরা নৌকায় করে মাছ ধরার জাল ফেলে তল্লাশি শুরু করে। ঘটনায় শোকের ছায়া যুবকের পরিবারে।
ফরাক্কায় ফিডার ক্যানেলে তলিয়ে গেল এক শ্রমিক
Published By: Madhyabanga News |
Published On:
