ফরাক্কায় নিরাপদ নয় পরিযায়ী পাখিরা ? ফিডার ক্যানেলে পাখির দেহ, ভাসছে মরা মাছ

Published By: Madhyabanga News | Published On:

শীতের সময়ে পরিযায়ী পাখিদের দেখা মেলে ফরাক্কায়। দূর আকাশে ভেসে যায় হাজারে হাজারে পরিযায়ী পাখির দল। এবারেও দেখা মিলেছে পরিযায়ীদের। যদিও এবার ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী থাকল ফরাক্কা। গঙ্গার জলে ভাসছে পরিযায়ী পাখির দেহ, মারা গিয়েছে অসংখ্য মাছ। বৃহস্পতিবার সকালে ফিডার ক্যানেলে মৃত পরিযায়ী পাখি ও মৃত মাছ ভেসে আসতে দেখেন স্থানীয়দের অনেকেই।

প্রাণহীন পরিযায়ী পাখিটিকে তুলে পাড়ে আনা হয়। তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার জেরে। স্থানীয়দের দাবি, পাখি শিকারের কোন চক্র রয়েছে না নদীতে কোন দূষণ হচ্ছে! ধোঁয়াশা রয়েছে। তদন্ত করে খতিয়ে দেখা হোক বন বিভাগ এবং প্রশাসনের তরফে।
পরিযায়ী পাখির মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফরাক্কা ব্লক প্রশাসনিক আধিকারিক। বন বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
কেন এমনটা হল! পরিযায়ী পাখির রহস্য মৃত্যুতে আশংকায় স্থানীয়রা।