ইমাজিন ডেস্কঃ২০ নভেম্বরঃ মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক মৎসজীবী। নাম রাম হালদার। বাড়ি ফরাক্কা থানার অন্তর্গত রেল কলোনি এলাকায়। পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় মৎসজীবীদের সাথেই সে মাছ ধরতে গিয়েছিলেন তিনি । গঙ্গায় জাল ফেলে মাছ ধরার সময় জাল জলের নীচে আটকে যায়। জাল টেনে তুলতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ডিঙ্গি নৌকা থেকে জলে পরে যায় রাম হালদার, প্রাথমিক অনুমান পরিবারের। শুক্রবার সকালেও খোঁজ মেলেনি ঐ মৎসজীবীর। খোঁজ পেতে চলে তল্লাশি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
ফরাক্কার গঙ্গায় তলিয়ে গেলেন এক মৎসজীবী
Published on: November 20, 2020















