ফটোগ্রাফি কোর্সের সূচনা বহরমপুরে, উৎকর্ষ বাংলা অনুমোদিত কোর্সে ছবি তোলা শিখবে কন্যাশ্রীরাও IMAGIN Photography Course-Utkarsha Bangla Starts

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদ জেলায় এই প্রথম- ফটোগ্রাফি প্রশিক্ষণ কেন্দ্র । উৎকর্ষ বাংলা অনুমোদিত ইমাজিন IMAGIN  কমিউনিটি মিডিয়া দ্বারা পরিচালিত ‘ডিরেক্টর অফ ফটোগ্রাফি’ Director of Photograophy  কোর্সের এক বছরের প্রশিক্ষনের আনুষ্ঠানিক সূচনা হল সোমবার । ফিতে কেটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নির্মাল্য ঘরামি SHRI NIRMALYA GHARAMI, WBCS(EXE)।

কন্যাশ্রী যোদ্ধা Kanyashree থেকে কলেজ পড়ুয়া, বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত আগ্রহীরা ফটোগ্রাফি প্রশিক্ষণে অংশ নিলেন। বিশিষ্ট প্রশিক্ষক দ্বারা নিখরচায় এই প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ করে দেবে তরুণ তরুণীদের । প্রশিক্ষণ পর্বের শুরুতেই প্রশিক্ষণরতদের শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিলেন উৎকর্ষ বাংলা Utkarsha Bangla  প্রজেক্ট ম্যানেজার Project Manager  চন্দ্রিমা মজুমদার Chandrima Majumder  এবং ব্লক প্রতিনিধি রনি সরকার।

এদিনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ডঃ প্রভাত সাহা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদীপ ভট্টাচার্য Pradip Bhattacharya , বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দে, বিশিষ্ট বাচিক শিল্পী অভিজিৎ সরকার । প্রত্যেকেই এই পথ চলায় সঙ্গী হলেন। দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ফটোগ্রাফি প্রশিক্ষণের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। ৩০ জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করল ডিরেক্টর অফ ফটোগ্রাফি Director of Photography  কোর্স।