উচ্চমাধ্যমিকে রাজ্যে মেধাতালিকায় নবম স্থান অধিকার করল অরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইন্দ্রদীপ ধর। ইন্দ্রদীপের প্রাপ্ত নম্বর ৪৯০ । অরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এবার রাজ্যে ৬ষষ্ঠ ও নবম স্থান অধিকার করেছে দুই ছাত্র। দিনে প্রায় ৮-৯ ঘণ্টা পড়াশোনা করত অরঙ্গাবাদ আশ্রমপাড়ায় বাসিন্দা ইন্দ্রদীপ ধর । ভবিষ্যতে নিট পরীক্ষা দিতে চাই এবং ডাক্তার হতে চাই কৃতী ছাত্র।
ইন্দ্রদীপ জানায়, ৫ জন টিউশনের শিক্ষকের কাছের পড়াশোনা চলেছে। ভালোবেসেই পড়াশোনা করতাম। দিনে আট নয় ঘন্টার উপরেই পড়াশোনা করেছি। এরপর চিকিৎসক হতে চাই। আগামী দিনে নীট পরীক্ষা দেবে ইন্দ্রদীপ। ইন্দ্রদীপের বাবা প্রদীপ কুমার ধর জগতাইয়ের একটি প্রাথমিক স্কুলের পধান শিক্ষক। তিনি বলেন, ” আমি ছেলের জন্য গর্বিত। টিউশনের শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ করতাম”।