মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ Facebook এর নতুন নাম Meta, এমনটাই জানাচ্ছেন ফেসবুক CEO মার্ক জুকারবার্গ | এখনো কিছুদিন প্লে স্টোরে আগের মতোই পাওয়া যাবে ফেসবুক এ্যাপটি | এই মুহূর্তে ফেসবুক কোম্পানির সাথে যুক্ত হোয়াটস্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার | তাহলে হঠাৎ এই নাম পরিবর্তন কেন? মার্ক জুকারবার্গ জানাচ্ছেন, ” The company is rebranding itself as Meta. The rebrand comes as the world’s largest social media… ” ।
তিনি আরও বলেন “smartphones have replaced desktop computers, metaverse will be the next way people interact with computers and each other.”
অর্থাৎ ভবিষৎ প্রজন্ম স্মার্ট ফোনের বদলে কম্পিউটার, মেটাভার্স টেকনোলজি ব্যবহার করবে, এমনটাই ফেসবুক কর্তৃপক্ষ জানাচ্ছেন |ইতি মধ্যেই ফেসবুক কোম্পানি তার main অফিসের (thumps up)logo বদলেছে |তার বদলে এখন দেখা যাচ্ছে ব্লু ইনফিনিটি, অর্থাৎ Meta logo | জানা যাচ্ছে কোম্পানি এখন metaverse টেকনোলজির উপরেই ফোকাস করছে | আরও জানাচ্ছে আগামী ৫ বছরে তাঁরা 10000 কর্মী নিয়োগ করবে এই নতুন সিস্টেমের জন্য |