প্রয়াত প্রাক্তন সাংসদ মান্নান হোসেন শোকের ছায়া রাজনৈতিক মহলে

Published By: Madhyabanga News | Published On:

         রিয়া সেন : বহরমপুর ১৫ই নভেম্বর – মান্নান হোসেন মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মানচিত্রে এক বিরল ব্যক্তিত্ব। চার দশকের বেশি সময় ধরে তিনি জেলার রাজনীতির ময়দানে ছিলেন স্বপ্রতিভ।জেলার প্রতিটি প্রান্ত ছিল তার হাতের তালুর মত চেনা। মুর্শিদাবাদ জেলার মানুষের সাথে ছিল তার আত্মীয়তার সম্পর্ক। রাজনীতিতে তিনি ছিলেন কার্যত অজাতশত্রু। ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনীতির হাতেখড়ি। একে একে যুব কংগ্রেস এর জেলা সভাপতি হয়ে পৌঁছে গিয়েছিলেন জেলার প্রত্যন্ত অঞ্চল গুলিতে মানুষের দোড়গোরায় । আশির দশকে শুরুতেই তিনি সংসদীয় ‘রাজনীতির ময়দানে প্রবেশ করেন। জেলা পরিষদ সদস্য,বিধায়ক, দু’দুবারের সাংসদ হন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন। সংসদীয় রাজনৈতিক জীবনে জয় পরাজয় মান্নান হোসেনের কাছে নতুন নয়। কিন্তু ২০১৪ সালের এই পরাজয় মান্নান হোসেন মন থেকে মেনে নিতে  পারেন নি। বেশ কিছুদিন ভাবনা চিন্তা করে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কার্যত মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস দল গঠনের দ্বায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন। এই সময় তার গলায় বার বার ফুটে উঠে তৃণমূল সুপ্রিমোর অর্পিত রাজনৈতিক দ্বায়িত্বের কথা। যে দ্বায়িত্ব ও দায়বদ্ধতার সাথে মান্নান হোসেন মাত্র তিন বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন তা যে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছেই ঈর্ষণীয়। সবাইকে একসাথে নিয়ে চলার এক বিরলগুণ মান্নান হোসেনের রাজনৈতিক ক্যারিসমার অন্যতম ইউএসপি বলেই মনে করেন রাজনৈতিক মহল। মান্নান হোসেনের এই মৃত্যু মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের কাছে পিতৃ বিয়োগের সমান বলেই মনে করেন তার সহ কর্মীরা। জেলার রাজনৈতিক আবহে বড় শুন্যতা বলেই মনে করেন অনেকেই।