প্রয়াণবার্ষিকীতেই মুক্তি পেল সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি ‘এবার শল্যজিৎ’

Published By: Madhyabanga News | Published On:

শাইনি আরজুঃ  তিনি নেই তাও হতে চলল এক বছর। তাঁকে শ্রদ্ধা জানাতে  সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণবার্ষিকীতে মুক্তি পেল তাঁর অভিনীত শেষ ছবি ‘এবার শল্যজিৎ’ । তাঁর অভিনীত শেষ সিনেমায় আরেক নতুন গোয়েন্দার আবির্ভাব। এই ছবির পরিচালনা করেছেন তুহিন সিনহা।
গোয়েন্দা শল্যজিৎকে গড়েছেন ছবির পরিচালক তুহিন সিনহা নিজেই । এই গোয়েন্দা গল্পটা পরিচালকেরই  লেখা।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে দেখা যাবে মাধবী মুখোপাধ্যায়কেও। কার্যত সৌমিত্র-মাধবী জুটিও  ফিরছে  ‘এবার শল্যজিৎ’-এর হাত ধরেই।

বাংলা চলচ্চিত্র জগৎ কোনোদিন ভুলতে পারবেনা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি, তবে আবৃত্তি শিল্পী হিসেবেও তার নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়। তিনি কবি এবং অনুবাদকও ছিলেন। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার মধ্যে ১৪টিতে তিনি অভিনয় করেছেন।