এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

প্রাণ বাঁচানোর আশ্চর্য যন্ত্র! বহরমপুরে TECH FEST এ চমক টেক্সটাইল কলেজের পড়ুয়াদের

Published on: April 25, 2023

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ তাক লাগানো প্রাণ বাঁচানোর যন্ত্র একটি হাত ঘড়ি! সেই যন্ত্র বানিয়ে অবাক করছে বহরমপুরে টেক্সটাইল কলেজের ছাত্রছাত্রীরা। বর্তমানে স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই শব্দটির সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত। বাড়ির বয়স্করা রাস্তায় বেড়োলে পরিবারের লোকেরা চিন্তাতেই থাকেন, এই বুঝি কিছু হলো! তবে চিন্তার দিন হয়তো শেষ। বহরমপুর গভঃ ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল কলেজের টেকফেস্টে কয়েকজন পড়ুয়া মিলে বানিয়েছেন “লাইফ সেভিং ওয়াচ” বা প্রাণ বাঁচানোর আশ্চর্য ঘড়ি। এই ঘড়ি খুব কম খরচে বানিয়েছেন তাঁরা। এই ঘড়ির বিশেষত্ব, আপনি যদি রাস্তায় বেরিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তখন আপনার হাতে থাকা ঘড়িটি থেকে অটোমেটিক এলার্ম বাজবে। সেই ঘড়ি থেকে আপনার বাড়ির লোকের কাছে আপনি অসুস্থ সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। যদিও সবটাই এখন গবেষনা স্তরে রয়েছে। এমন ঘড়ি বাজারে আসলে উপকৃত হবে বহুমানুষ, এমনটাই বলছেন তরুণ গবেষকরা।

বহরমপুর গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল কলেজে এই বছর প্রথম অনুষ্ঠিত হচ্ছে টেকফেস্ট। এই বছরের ফেস্টিভ্যালে মোট ১১ টি টিম অংশগ্রহণ করে। এঁদের মধ্যে কেউ বানিয়েছে ওয়েস্টেজ জিনিস থেকে কিভাবে কম খরচে বিদ্যুৎ বানানো যায়। আবার কেউ বানিয়েছে কত কম খরচে ঘরেই নিজের পছন্দের জামা কাপড় ডাই করা যায়। আবার কেউ বানিয়ে অটোমেটিক রোড সিগন্যাল। এই টেকফেস্ট ভবিষ্যতে আরও বড়ো হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now