এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

‘প্রাণে মারতে’ প্রধানের বাড়িতে বোমা ! TMC অঞ্চল সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ Jalangi TMC inner clash

Published on: January 18, 2022

সুব্রত প্রামানিক ও দিলওয়ার হোসেনঃ  জলঙ্গীঃ তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে। দুই পক্ষের বিতন্ডায় ফের প্রকাশ্যে  জলঙ্গীতে  তৃণমূল কংগ্রেসের  গোষ্ঠী দ্বন্দ্ব । প্রাণে মেরে ফেলার চেষ্টায় বাড়িতে বোমা হামলার অভিযোগে সরব হয়েছেন  তৃণমূল পরিচালিত খয়রামারি গ্রাম পঞ্চায়েতের  প্রধান হাসিনা বানু  ।  অভিযোগের তীর দলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে । ঘটনায় সরগরম জলঙ্গী বিধানসভার অন্তর্গত খয়রামারী অঞ্চল।

গ্রাম পঞ্চায়েত প্রধান হাসিনা বানু অভিযোগ করেন, পঞ্চায়েত অফিসে সহকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন তৃণমূল কংগ্রেসের  অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস ওরফে ঝন্টু ।  ইচ্ছেমত পঞ্চায়েত চালানোর চেষ্টাও  করেন তিনি । প্রতিবাদ করায় এই হামলা। হাসিনা বিবি আরও জানান, তার বাবার বাড়িতে হামলা হয়। যদিও সেই সময় তিনি বাড়িতে ছিলেন না।

ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বোমা হামলার ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। ইতিমধ্যেই ডোমকল এসডিপিও- র কাছে ৬  জনের নামে লিখিত অভিযোগ জানান ওই পঞ্চায়েত প্রধান । যদিও অভিযোগ অস্বীকার করেন বর্তমান অঞ্চল সভাপতি নাসিরউদ্দিন বিশ্বাস। পাল্টা চক্রান্ত করে তাকে  ফাঁসানোর  অভিযোগ করেন।

গোটা ঘটনায় এলাকা জুড়ে রাজনৈতিক চাপানউতোর তীব্র অস্বস্তিতে তৃণমূল শিবির। গোটা ঘটনা খতিয়ে দেখে তবেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে , বলেই  জানান জলঙ্গীত  বিধায়ক আব্দুর রাজ্জাক ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now