এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

“প্রধানরা চুরি করছে”, ফিরহাদের সভায় বিস্ফোরক জাকির হোসেন

Published on: April 29, 2023

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুরঃ  বিস্ফোরক জাকির হোসেন। জঙ্গিপুর পৌরসভার অনুষ্ঠানে এসে   দলের নেতাদের চুরি করার কথা কার্যত  স্বীকার করে নিলেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস  বিধায়ক জাকির হোসেন। শনিবার  ফিরহাদ হাকিমের সভায় ভাষণ দিতে উঠে  দলের নেতাকর্মীদের একাংশকেই কাঠগড়ায় তুললেন জাকির হোসেন । জাকির হোসেনের দাবি, ” আজকে আমাদের প্রধানরা  চুরি করছে তার দায় আমাদের দলের দিদিকে নিতে হচ্ছে এই ভাবনা আমাদের ভাঙাতে হবে”। দুর্নীতিগ্রস্থদের   বিরুদ্ধে দলের  জেলা সভাপতিকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেন  জাকির হোসেন। সভায় জাকির হোসেন বলেন, “কোন কাউন্সিলর খারাপ কাজ করলে আপনারা আমাকে কমল্পেন করবেন,  আমি দাদার কাছে কমল্পেন করব, জেলা সভাপতির কাছে কমল্পেন করব । আমি দাদাকে বলব যে বিধানসভাতে যে সব অফিসার , প্রধানদের বিরুদ্ধে কমপ্লেন হয়ে আছে সেই সব অফিসার এবং প্রধানরা ধরা পড়ুক। নাহলে আমাদের দল স্বচ্ছতা  আসবে না” ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now