প্রধানকে ঘাড় ধাক্কা ফারাক্কায়, বাড়ি নিয়ে বিক্ষোভ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  আবাসের তালিকা থেকেই নাম বাদ যেতেই খোদ পঞ্চায়েত প্রধানকে নিগ্রহের অভিযোগ উঠল ফারাক্কায়।  তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত । জেলা জুড়ে যখন আবাস নিয়ে নানা ঘটনা সামনে আসছে, নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভের ছবি উঠে আসছে তাঁর মাঝেই ভয়ঙ্কর ছবি উঠে এলে ফারাক্কায়  । বেওয়া-২ গ্রাম পঞ্চায়েত প্রধানকে রীতিমতো বাড়ি থেকে টানতে টানতে কার্যত ঘার ধাক্কা দিয়ে গ্রামের মধ্যে নিয়ে গেলেন গ্রামের মানুষ ।  বৃহস্পতিবার সকালে কার্যত এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে তিলডাঙ্গা এলাকায় । গ্রামবাসীদের অভিযোগ তাঁদের লিস্টে প্রথমে নাম থাকলেও তা কেটে দেওয়া হয়েছে । কেন তা কেটে দেওয়া হয়েছে তা জানতেই এদিন এই বিক্ষোভ।

এদিন বাড়ির পোশাকেই ছিলেন পঞ্চায়েত প্রধান ছোটন মেহেরা। সেই অবস্থাতেই বাড়ি থেকে পঞ্চায়েত প্রধানে টানতে টানতে গ্রামের মোড়ের মাথায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অবস্তিতে পরে প্রধানের দাবি আবাসে সার্ভের দায়িত্বে ছিল সরকারি কর্মীরা, তাই কী ভাবে এদের নাম বাদ গেল তা জানতে চান তিনিও।