প্রতিবাদের শাস্তি- খুন হলেন ধুলিয়ানের আনিকুল

Published By: Madhyabanga News | Published On:

বাড়িতে ঢুকে প্রতিবাদীকে নৃশংস ভাবে খুন। বাবাকে বাঁচাতে গেলে গুলি করা হল ছেলেকেও।ঘটনাকে ঘিরে মুর্শিদাবাদের ধুলিয়ানের গাজিনগরে চাঞ্চল্য
ছড়ায়। মৃতের নাম আনিকুল ইসলাম। পরিবার সূত্রে জানা যায়, আনিকুল ইসলাম তার বাড়ির পাশে আম বাগানে স্থানীয়রা যুবকরা জুয়ার ঠেক
বসানোয় প্রতিবাদ করেন একাধিকবার। এদিনও প্রতিবাদ করেছিলেন। তারই মাশুল দিতে হল বলেই অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে রক্তের দাগ স্পষ্ট।
গ্রাম জুড়েই ছড়ায় চাঞ্চল্য। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় ঘটনাস্থল। গ্রামের মানুষজনের ভিড় উপচে পড়ে। ধুলিয়ান গাজিনগরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিদা
পেশায় কনট্রাক্টর আনিকুল ইসলাম স্ব পরিবারে বাড়িতেই ছিলেন। মৃতের স্ত্রীর কথায়, হঠাৎ রাতে তাদের বাড়িতে এসে স্বামীর সাথে দেখা করতে যান ক
জন। দরজা খুলতেই চলে হামলা, ছেলেকে গুলি করা হয়, স্বামীকে গুলি করে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। এলাকায় জুয়া খেলার রমরমা ছিল। তার
প্রতিবাদ করায় এই ভাবে নৃশংস খুন বলে অভিযোগ করেন তিনি। রাতের এই ঘটনার পর ঘটনাস্থল থেকে আনিকুল ইসলামকে অনুপনগর
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ। অন্যদিকে গুলিবিদ্ধ যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
মৃতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জুয়ার প্রতিবাদ করায় বাড়িতে এসে এভাবে ডেকে খুন হতে হবে তার বাবা কে, কার্যত হতবাক
মৃতের ছেলেরাও। এলাকায় এভাবে খুন হওয়ায় অসামাজিক কাজ কর্মের জের বলেই জানান ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কালেমা বিবির স্বামী মোক্তার কবির। তিনি
বলেন, বড় বাগান, মাঝে মধ্যেই নেশা করে জুয়ার আসর বসে। বিভিন্ন যায়গা থেকে যুবকদের আসর বসে। বারবার প্রতিবাদ করা হয়। আনিকুল
ইসলামও প্রতিবাদ করেছিলেন, আর সেই প্রতিবাদের মাশুল দিতে হল তাকে। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে সামসেরগঞ্জ থানায় অভিযোগ করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।