প্রচ্ছদ দিয়ে চেনা। বহরমপুরে কৃষ্ণজিৎ সেনগুপ্তের প্রদর্শনী ‘মলাট’

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়বে ডেস্কঃ  এক সময় বাঙালি বাড়িতে খবরের কাগজ দিয়ে বইয়ের মলাট দেওয়ার চল ছিল। সে গল্পের বই হোক, আর পড়ার বই। নিপুণ হাতে বাঁধা হতো মলাট। তারপর বই উঠত তাকে। তারপর পাওয়া যেতো বই পড়ার অধিকার। তাও কড়া সতর্কতায়। মলাট যেন না ছেঁড়ে । আঁচড় যেন না লাগে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গিয়েছে বই পড়ার ধরণ ধারণও। আর কাগজের মলাট নয়। আলমারি, টেবিলে বই থাকছে তার প্রচ্ছদ মেলে ধরেই। এক্ষণ প্রচ্ছদ দিয়েই চেনা যায় বই। ব্লক প্রিন্টের জমানা ছাড়িয়ে এসে গিয়েছে ডিজিটাল আর্টের যুগ। কেমন হবে বইয়ের প্রচ্ছদ ? নতুন করে ভাবছেন লেখক, শিল্পী, প্রকাশকরাও।   প্রচ্ছদ   চর্চাও  আলাদা করে স্থান করে নিচ্ছে বই চর্চায়। বিশিষ্ট শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্তের তৈরি  বেশ কিছু বইয়ের প্রচ্ছদ নিয়ে প্রদর্শনী চলছে বহরমপুর পৌর আর্ট গ্যালারিতে। ২২ এপ্রিল থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। রয়েছে সূত্রধর প্রকাশিত নিশীথ মান্নার বই “বাঙ্গা ছোট রেলের গৌরবগাথা”র প্রচ্ছদ। যেখানে স্পষ্টতই উঠে এসেছে রেল কীভাবে জুড়ে রেখেছে গ্রাম থেকে শহর। আছে সুধীর চক্রবর্তীর বই “রজনীকান্ত সেনঃ দ্বিধাহীন অনুভূতির চারণ” বইয়ে রজনীকান্ত সেনের পোট্রেট।   শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত জানান,  ” আজ পর্যন্ত হাজারের ওপর বই-পত্রিকার মলাট এঁকেছি। এবার তার থেকে নির্বাচিত পঞ্চাশটি দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করছি” ।  ২৩ শে এপ্রিল উদ্ভাসের আয়োজনে বহরমপুর পৌর আর্ট গ্যালারিতে প্রচ্ছদ প্রদর্শনীর পাশাপাশি  প্রকাশিত হয়  বিশিষ্ট লেখক দেবকুমার সোমের  বই “যে জীবন শিল্পের ” ।