এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পৌরসভা ভোটঃ বিজেপি’র কমিটিতে কারা ?

Published on: January 18, 2022

আসন্ন পৌর নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিল বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কমিটি। সাংগঠনিক জেলার ৫ টি পৌরসভার পৌর মন্ডল কমিটি ঘোষণা করা হল BJP Committee for Municipal Election । সোমবার বহরমপুরে সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একথা জানান সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারভ সরকার। কান্দি, বহরমপুর, বেলডাঙা, মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর সভার জন্য এদিন ৫ জন করে পৌর মন্ডল কমিটি ঘোষণা করা হয়। কারা রয়েছে এই কমিটিতে ?

বহরমপুরে কমিটির আহ্বায়ক হয়েছে যাদবেন্দ্রনাথ পান্ডে। কমিটিতে আছেন বিধায়ক সুব্রত মৈত্র ছাড়াও বিজেপি নেতা দেবাশিস সরকার ও মানব চ্যাটার্জি। মুর্শিদাবাদ পৌরসভার কমিটির আহ্বায়ক হয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ, কমিটিতে আছেন অমর কৃষ্ণ মল্লিক, তড়িৎ কান্তি সরকার ও প্রসেঞ্জিত হালদার।

জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন মালা ভট্টাচার্য। কমিটির সদস্যরা হলেন গৌরী শংকর ঘোষ, শংকর মণ্ডল, প্রতাপ হালদার, প্রেমচন্দ জৈন।
বেলডান্ডার কমিটির আহ্বায়ক বিশ্বনাথ নিয়োগী, কমিটিতে আছেন তপন দত্ত, সুমিত ঘোষ, প্রিতম ব্যানার্জি।

কান্দী পৌরসভার কমিটির আহ্বায়ক হয়েছেন মলয় মহাজন। কমিটিতে আছেন লাবণ্য দাস, ব্রতীন সেনগুপ্ত, ধনঞ্জয় মন্ডল। বিজেপি নেতৃত্ব জানান, কমিটর বাকি সদস্যরা কো কনভেনার হিসেবে কাজ শুরু করবেন। পরে বাড়ানো হবে সদস্য সংখ্যা।
তবে কমিটি ঘিরে অসন্তোষ রয়েছে বিজেপি’র বিভিন্ন মহলে। কান্দীর কমিটিতে জায়গায় হয়নি কান্দীর বিজেপি নেত্রী বীনিতা রায়ের। বহরমপুর পৌরসভায় কমিটিতে বিধায়ক সুব্রত মৈত্রকে কোকনভেনার করে যাদবেন্দ্রনাথ পান্ডেকে আহ্বায়ক করা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। অপর বিধায়ক,  গৌরী শংকর ঘোষকে যদিও মুর্শিদাবাদ পৌরসভার কমিটির কনভেনার করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now