এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পৌরভোটে প্রার্থী খুঁজতে ফর্ম ছাপিয়ে ড্রপ বক্স বিজেপি’র

Published on: February 1, 2022

তৃণমূলের পর এবার বহরমপুরে ‘ড্রপ বক্স’ খুলল বিজেপি। পৌরভোটের প্রার্থী হতে চাইলে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে ওই ড্রপবক্সে। সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে দল। সোমবার সোমবার বহরমপুরে বিজেপির জেলা কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনের জন্য আবেদনপত্র গ্রহণের বাক্স খোলা হয়। আনুষ্ঠানিক ভাবে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া চালু করলেন বিজেপি দক্ষিন সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার। চার ফেব্রুয়ারি পর্যন্ত ড্রপবক্সে জমা করা যাবে আবেদন।

তবে ড্রপবক্স কার অনুপ্রেরণায় ? প্রশ্ন উঠতে শাখারভের দাবি , বিজেপির ড্রপ বক্স সিস্টেম চালু হয়েছে বহু আগে থেকেই। যা এতদিনে অনুকরণ করেছে শাসক তৃণমূল। যদিও বিজেপির এই দাবিকে আমল দিতে নারাজ শাসক শিবির। পাল্টা বিজেপির বিরোধিতায় সরব তৃণমূল। বিজেপি’র ড্রপবক্সকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা অশোক দাস বলেন, আমরাই অনেক ড্রপবক্স চালু করেছি, বিজেপি’র বাক্স ফাঁকাই থাকবে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now