পোস্টকার্ডে জাতীয় পতাকার ইতিহাস Flag of India in Postcard

Published By: Madhyabanga News | Published On:

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসে প্রকাশিত হল ভারতের জাতীয়  পতাকার ইতিহাস।  বিশিষ্ট চিত্র শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্তর তত্ত্বাবধানে “উদ্ভাস”এর শিক্ষার্থীরা ছোট্ট ছোট্ট পোস্ট কার্ডে তুলে ধরেছেন ১৯০৫ থেকে ১৯৪৭ পর্যন্ত ভারতবর্ষের জাতীয় পতাকার ইতিহাস |

ভারতবর্ষের এই পতাকার ইতিহাস নিয়ে রয়েছে নানান বিতর্ক | বিতর্কের ইতিহাস সরিয়ে রেখে নেতাজির জন্মদিনে জেলাবাসীর সামনে ভারতবর্ষের পতাকার ইতিহাস তুলে ধরতে চেয়েছেন শিল্পীরা , এমনটাই জানাচ্ছেন কৃষ্ণজিৎ সেনগুপ্ত |

তিনি আরও জানাচ্ছেন, এই পতাকা গুলি আঁকা হয়েছে ছোট্ট ছোট্ট পোস্ট কার্ডে |তার সঙ্গেই প্রতিটা পতাকার নিচে তার সংক্ষিপ্ত ইতিহাস ও কতো সালে তা প্রচলিত ছিলো তা তুলে ধরা হয়েছে | কৃষ্ণজিৎ সেনগুপ্ত জানাচ্ছেন,‘পতাকার ইতিহাস নিয়ে অনেক বিতর্ক রয়েছে ঠিকই, কিন্তু মানুষ যাতে ভারতবর্ষের বর্তমান পতাকার সাথে তার পূর্বের ইতিহাস না ভুলে যায় তার জন্যই এই প্রচেষ্টা’ |

“উদ্ভাস” সূত্রে জানা যায় পোস্ট কার্ড সাইজের এই পতাকার সেট গুলি খুব স্বল্প মূল্যের বিনিময়ে যে কেউ সংগ্রহ করতে পারেন নিজের প্রিয় জনের জন্য বা নিজের জন্য |যাঁরা ইতিহাস কে ভালোবাসেন, যাঁরা ভারতবর্ষের ইতিহাস কে আরও জানতে চান তাঁদের কাছে পতাকার এই সেট একটি অমূল্য সংগ্রহ, এমনটাই বলছেন সংগ্রহকারী ব্যক্তির অনেকেই |

প্রসঙ্গত ভারতবর্ষের পতাকার ইতিহাস তুলে ধরতে গিয়ে ওঁনারা ১৯০৫ সালে ভগিনী নিবেদিতার তৈরী পতাকার সময় থেকে ১৯৪৭ পিঙ্গলি ভেঙ্কায়য়ার আঁকা পতাকা পর্যন্ত তাঁরা পর্যানুক্রমিক ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন | রয়েছে সিপাহী বিদ্রোহের সময়ে ভারতবর্ষের পতাকা, রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ও দ্বিতীয় পতাকা, রয়েছে আজাদহিন্দ ফৌজের পতাকাও | সংগ্রহকারীদের অনেকে এমনও জানাচ্ছেন ভারতবর্ষের পতাকার ইতিহাস এভাবে একসাথে পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত এবং ভবিষৎ প্রজন্মের কাছে এ এক অমূল্য সম্পদ |