যে হাত আইন সামলায় সেই হাত সামলালো দাঁড়িপাল্লা। কড়া কথা নয়, চলল খদ্দের আর বিক্রেতার আলাপও। পরিচয় ঢেকে পেয়ারা বিক্রি করলেন পুলিশ কর্তা। ভাইরাল ভিডিওতে চেনা মুখ সামনে আসতে অবাক সকালে। পেয়ারা বিক্রেতার ভূমিকায় স্বয়ং অ্যাডিশনাল এসপি ! Additional SP । শনিবার বহরমপুরের লালদীঘি সামনের রাস্তায় এক পেয়েরা বিক্রেতার সাথে আলাপ জমান এক যুবক। পেয়ারা বিক্রিতার আবদার ছিল, আমি খেয়ে আসি আপনি একটু দোকান দেখুন।
দোকান দেখতে দেখতে পেয়ারা বিক্রিও শুরু করে দেন যুবক। বিক্রেতা ফিরে আসতে হিসেব বুঝিয়ে চলেও যান। তবে ওই যুবকের পেয়ারা বিক্রির ভিডিও ভাইরা হতেই দেখা যায় যুবক আর কেউ নয় মুর্শিদাবাদের অরিতিক্ত পুলিশ সুপার লালবাগ তন্ময় সরকার।
পরিচয় সামনে আসিতে ক্যামেরার সামনে তন্ময় সরকার জানান, মাঝেমধ্যেই এভাবে পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। শহরের ট্রাফিক দেখতে আর সাধারণ মানুষের মন বুঝতেই শনিবারও বেড়িয়েছিলেন। কিত্নু ভাইরাল হয় সেই ভিডও।
তবে কার হাত থেকে পেয়ারা খেয়েছেন সেই খবর জেনে আনন্দে আত্মহারা ক্রেতারাও।