এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পেটকাটি বিসর্জনে নৌকায় ডিজে , উদ্দাম নাচ ! মুর্শিদাবাদে বিসর্জনে মৃত ২, নেই হুঁশ !

Published on: October 6, 2022

রিয়া সেনঃ ঢাক, কাঁসরের আওয়াজ ঢেকে দিল ডিজে । মুর্শদাবাদের জঙ্গিপুরের ঐতিহ্যশালী পেটকাটি দুর্গার বিসর্জনে  নৌকার উপর ডিজে বাজিয়ে চলছে উদ্দাম নাচ। চব্বিশ ঘন্টাও হয় নি,  মুর্শিদাবাদ জেলাতেই বিসর্জনের বাঁইচে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। তার মধ্যেই চোখে পড়ছে চুড়ান্ত অসতর্কতা। উন্মত্ত জনতা, উদাসীন প্রশাসন।

জঙ্গিপুরে ভাগিরথীর দু’পাড়ে সকাল থেকে ভিড় করেছেন মানুষ। ঝাঁকেঝাঁকে তারাও উঠে পড়ছেন নৌকায়। হচ্ছে নৌকা পারাপার।

যে কোন মুহুর্তে ঘটতে পারে বিপদ

একাদশীর সকাল সাড়ে সাতটায় সদরঘাট থেকে নৌকায় শুরু হয়েছে পেটকাটি দুর্গার যাত্রা। প্রতিমা নিরঞ্জনের জন্য নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে রঘুনাথগঞ্জে শ্মশানে। কিন্তু সকাল দশ’টাতে ব্রিজের কাছে এসে পৌঁছায় সেই নৌকা।

 

নদীতে নৌকার ভিড়ের জন্যই লাগছে এত সময়। সবটাই হচ্ছে পুলিশের নাকের ডগায়। যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।

নদীজুড়ে নৌকায় ভিড় করেছেন মানুষ। চলছে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ। অধিকাংশ নৌকায় নেই কোন লাইফ জ্যাকেট। নেই

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now