এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পূজোর আগে দুঃসাহসিক চুরি বেলডাঙ্গার কাপড় হাটে

Published on: September 25, 2018

ওমর ফারুক : বেলডাঙা ২৫ শে সেপ্টেম্বর –  দুঃসাহসিক চুরির ঘটনা মুর্শিদাবাদের জনপ্রিয় বেলডাঙা হাটে। পুজোর মুখে চুরির ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীর। প্রতি সপ্তাহের মতো মঙ্গলবারও কাপড়ের হাট বসে। সোমবার রাতেই কাপড় নিয়ে হাটে পসরা সাজিয়ে বসেন নতুন পাড়ার বাসিন্দা ব্যবসায়ী রেজাঊল করিম। এরপর মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় হাট, ভিড় থাকে ক্রেতাদের। কাপড় বিক্রির সময় দোকানে ক্রেতার চাপ সামলাচ্ছিলেন ব্যবসায়ী। এরপর হঠাৎ দেখেন কাপড়ের ব্যাগটি নেই এবং টাকার ব্যাগও উধাও। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাট জুড়েই। তারপরে বহু খোজার পরেও মেলেনা টাকার ব্যাগ, সামগ্রী। আনুমানিক 5 থেকে 6 লক্ষ টাকার সামগ্রী চুরি যায় বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যেও শুরু হয় চাঞ্চল্য। হাটে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কার্যত সরব ব্যবসায়ীরা। চুরি যাওয়া সামগ্রী ও টাঁকা ফেরতের আশায় বেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now