পুলিস শুধু ডাণ্ডা পেটে না দু:স্থ অসহায় মানুষের পাশেও থাকে

Published By: Madhyabanga News | Published On:

        অমিত সিংহ : ধুলিয়ান ৩০ শে অক্টোবর – পুলিস যে শুধু মাত্র ডাণ্ডা পিটে সবাইকে ঠাণ্ডা করতেই ব্যস্ত থাকে না থেকে দু:স্থ অসহায় মানুষের পাশেও দাঁড়ায় সেটা সচক্ষে দেখলো ধুলিয়ানের মানুষ।  গরীব ও অসহায় মানুষকে পুলিস  প্রশাসন যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তা আরও একবার প্রমান করে দিল সামশেরগঞ্জ থানার পুলিশ।  সোমাবার  সামশেরগঞ্জ থানার উদ্যোগে গরীব অসহায় মানুষের জন্য বস্ত্র ও প্রতিবন্ধী মানুষের জন্য হুইল চেয়ার বিতরন  করা হল।  এদিনের বস্ত্র ও হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে দু:স্থ মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিলেন  মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি শ্রী কল্লোল গনাই, পুলিশ সুপার শ্রী মুকেশ , জঙ্গিপুরের  এসডিপিও শ্রী প্রবীণ প্রকাশ, অতিরিক্ত পুলিস সুপার (লালবাগ) অংশুমান সাহা, সামশেরগঞ্জের বিধায়ক  আমিরুল ইসলাম,ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান সুবল সাহা এবং সামশেরগঞ্জ থানার ওসি  অমিত ভকত।

      অনুষ্ঠানের সূচনা হয়  সাংস্কৃতিক ও বিভিন্ন সমাজ সচেতনতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে যা মুহূর্তেই জয় করে নেয় দর্শকের মন। সাইবার ক্রাইম, সেফ ড্রাইভ সেভ লাইফ, মহিলা সুরক্ষা সম্পর্কিত বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার । মহিলাদের নিরাপত্তার জন্য আলোর পথেনামে যে মোবাইল অ্যাপটি রয়েছে তার সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তিনি । এছাড়াও জালনোট কারবারীদের গ্রেফতার করার জন্য সামশেরগঞ্জের থানার ওসি শ্রী অমিত ভকতের  প্রশংসা করেন । প্রায় এক হাজার জন মানুষকে বস্ত্র ও শতাধিক প্রতিবন্ধীকে  হুইল চেয়ার বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ।