এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

DomkalNews: পুলিসের জালে তিন অস্ত্র কারবারী ডোমকলে ! এলাকায় চাঞ্চল্য

Published on: July 18, 2022

নিজস্ব প্রতিনিধি ডোমকল ১৮ ই জুলাই- ডোমকল থানার দু জায়গা থেকে গত রাত পুলিস আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করেছে । গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যেয় দুই অভিযুক্তকে কাটাকোপড়া কুঠি এলাকা থেকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ । বকশিপুরের পিচ রাস্তার ওপর থেকে আটক করা হয় ওই দুই জনকে । ধৃতদের মধ্যে একজন রায়পুর সর্দারপাড়ার বাসিন্দা হাসানুজ্জামান ওরফে হাসেন(১৮) এবং আলীনগর মোল্লাপাড়ার বাসিন্দা ওয়াসিম আক্রম(২১)।ধৃতদের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করে একটি দেশি তৈরি ৭.৬৫ পিস্তল এবং দু রাউন্ড ৭.৬৫ এম এম গুলি।
অপর দিকে এদিন সন্ধ্যায় বাগডাঙা বাজারে পুলিসী নাকা তল্লাশি চলে। সেখানেই হাতেনাতে ধরা হয় চারুনগরের বাসিন্দা বছর ৩৮ এর অজিত মন্ডলকে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দুটি পাইপ গান, দু রাউন্ড ৩০২ লাইভ গুলি। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ডোমকল থানা ধৃতদের বিরুদ্ধে ২৫ (১- বি)(এ) অস্ত্র আইন ধারায় মামলা রুজু করেছে। ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বহরমপুরে সিজেএম আদালতে পাঠায় ডোমকল থানা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now