পুলিশ স্টেশনও Mobile, মুর্শিদাবাদে গ্রামে গ্রামে অভিযোগ শুনল পুলিশ

Published By: Madhyabanga News | Published On:

পুলিশ স্টেশনও এবার মোবাইল। “মোবাইল পুলিশ স্টেশন” এর উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদ জেলার বিশাল পরিধির কথা বিবেচনা করেই  জেলা জুড়ে প্রতিটি থানা এলাকার প্রত্যন্ত গ্রামে “মোবাইল পুলিশ স্টেশন” স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে । যারা শারীরিকভাবে দুর্বল তাদের চাহিদা এবং অভিযোগের সমাধান করার জন্য এই আন্তরিক প্রচেষ্টা।

প্রত্যন্ত এলাকা থেকে কিছু সাধারণ মানুষ থানায় এসে তাদের অভিযোগ জানাতে অক্ষম হওয়ার জন্যই জেলা পুলিশের এই উদ্যোগে।  সংশ্লিষ্ট থানার স্থানীয় গ্রামবাসীরা মোবাইল পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে তাদের অভিযোগ লিপিবদ্ধ করেন। সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ তাদের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেন। কিছু সমস্যা ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে সমাধান করা হয় এবং বাকিগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। এছাড়াও গ্রামবাসীদের সুবিধার জন্য নারী পাচার, বাল্যবিবাহ, সাইবার অপরাধ, নিরাপদ ড্রাইভ-সেভ লাইফ, কোভিড, ইত্যাদি সম্পর্কিত সচেতনতামূলক প্রচার চালায়।