এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পুলিশের জালে পাঁচ ডোমকল কাণ্ডে

Published on: July 6, 2022

মামুন আব্দুল কায়েম ডোমকল ৬ই জুলাই – ডোমকলের মন্ডলপাড়ায় বোমা বিষ্ফোরনের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল ডোমকল থানায় পুলিশ। বুধবার ধৃতদের বহরমপুরে সি জে এম আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, সোমবার গভীর রাতে বোমা বিষ্ফোরন ঘটে ডোমকলের বঘারপুর রমনা মণ্ডলপাড়া এলাকার মাঠে। সেই বোমা ফেটে মৃত্যু হয় সিরাজুল শেখ নামের এক ব্যক্তির। আহত হয় বেশ কয়েকজন। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার বিকেলেই দুজনকে গ্রেফতার করে পুলিশ এবং রাতে আরও তিনজনকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম আইয়ুব নবী ওরফে নুরনবী, আইনুল মন্ডল ওরফে কটা, খলিল সেখ, আহাদ গোলাম এবং বাবু সেখ। ধৃতরা মন্ডলপাড়া এবং ইসলামপুরের নলবাট্টা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now