পুলিশি হেফাজতে থাকবে নওদায় তৃণমূল নেতা খুনে বেঙ্গালুরু থেকে ধৃত ২

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নওদায় নদীয়ার তৃণমূল নেতা খুনে ভিন রাজ্য থেকে ধৃত দুই জনের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত  । এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজনকে বেঙ্গালুরু থেকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । উল্লেখ্য,  গত ২৪শে নভেম্বর সন্ধ্যায় নওদার শিবনগর এলাকায় বোমা ও গুলি মেরে খুন করা হয় নদিয়ার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মতিরুল ইসলাম বিশ্বাসকে । এই ঘটনায় মৃতের স্ত্রী তৃণমূল নেতা সহ ১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি মৃতের দেহ রক্ষীর পক্ষ  থেকে আরও একটি অভিযোগ করা হয়।

গত শুক্রবার এই খুনের ঘটনায় নদীয়া থেকে গ্রেপ্তার করা হয় আসান সেখ ও কিতাব মন্ডলকে। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে বেঙ্গালুরুতে গা ঢাকা দেওয়া জাকির হোসেন শেখ ওরফে প্রসেন ও রবিউল মন্ডলের নাম । পুলিশ বেঙ্গালুরু থেকে তাঁদের গ্রেপ্তার করে। সোমবার রাতে ধৃতদের নিয়ে বহরমপুরে ফিরিয়ে নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার ধৃত দুজনকে বহরমপুরে জেলা আদালতে তোলা হয়। ধৃত দুজনই নদীয়ার থানার পাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এদিন দুজনকে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে কোর্টে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।