মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ আবাস যোজনা ঘিরে ফের বিক্ষোভ মুর্শিদাবাদে । বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । প্রধানের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজনপোষণ ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে, এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখতে থাকে। বিক্ষোভ ঠেকাতে কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ হটায় পুলিশ । বিক্ষোভকারী জনতার দাবি, পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ আবাস যোজনায় স্বজন পোষণ করেছেন । কাট মানি নিয়ে তাদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠছে গ্রামে। গ্রামবাসীদের দাবি, গরিব মানুষ ঘর পাচ্ছেন না। যদিও গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন বলেছেন পুরন্দরপুর পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ।
পুরন্দরপুরে প্রধানকে ঘিরে বিক্ষোভ । বাড়িতে কাটমানি, স্বজনপোষণ !
Published By: Madhyabanga News |
Published On:
