পুজোর রাতে ছাড় কিনা জানানো হবে ভোটের পর, বললেন মমতা

Published By: Madhyabanga News | Published On:

পুজোর ঢাকে কাঠি। রাজ্যে দুর্গাপুজোর প্রস্তুতির কার্যত সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শারদীয়া উৎসব উপলক্ষে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক হয় এদিন। মুখ্যমন্ত্রী বলেন, সরকার আগের বছর যা যা করেছিল তাই বলবৎ থাকবে। ক্লাবগুলির উদ্যোগে  কলকাতায় আড়াই হাজার , রাজ্যে প্রায় ৩৬ হাজার পুজো হয় বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান দেড় হাজার পুজো করেন মহিলা পরিচালিত ক্লাবগুলি। কোভিড বিধি মেনেই পুজো হবে।

মুখ্যমন্ত্রী জানান,  ক্লাব স্যানিটাইজেশন করতে হবে, মাস্ক রাখতে হবে। রাতে পুজোয় ছাড় থাকবে কিনা জানানো হবে নির্বাচনের পরে। ৩০ সেপ্টেম্বর রাজ্যের ৩ আসনে নির্বাচন।

১১ তারিখ ষষ্ঠী, ১৫ তারিখ থেকে বিসর্জন শুরু হবে ,১৭ অবধি চলবে বিসর্জন। ১৮ তারিখ পুজো কার্নিভাল হবে কিনা তা জানানো হবে। ১৯ তারিখ নবী দিবস। ২০ তারিখ লক্ষীপুজো। সচেতনতার, সামাজিক সুরক্ষার প্রোগ্রাম পুজোর মধ্যে তুলে ধরা হবে।

ক্লাবগুলোকে কোভিড সচেতনতা প্রচার করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। শান্তি, সভ্যতা, সংস্কৃতি, সম্প্রীতি মেনে পুজো করার অনুরোধ জানান তিনি।