পুকুর উদ্ধারে অভিযানে প্রশাসন

Published By: Madhyabanga News | Published On:

চুরি হয়ে যাচ্ছে একের পর এক জলাভূমি । ধ্বংসের মুখে বহরমপুর শহরের  বাস্তুতন্ত্র! আশংকা আর উৎকণ্ঠায় রয়েছেন  পরিবেশ কর্মীরা। এর মাঝেই শুক্রবার শহর জুড়ে চোখে পড়ল  প্রশাসনের তৎপরতা। বহরমপুর পৌর এলাকায় এবার পুষ্করিণী পুনরুদ্ধারের  উদ্যোগ নিল  মুর্শিদাবাদ জেলা প্রশাসনের । জলাভূমি সংস্কারের উদ্যোগ নিয়ে চলে  বিশেষ অভিযান। সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায় , ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় চলে অভিযান। এদিন সকালে  চালতিয়া বিলে যান প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

কচুরিপানা জমে থাকা, মাটি ফেলে ভরাটের প্রক্রিয়া শুরু হওয়া জলাশয়কে চিহ্নিত করে সংস্কারের কাজ শুরু হয় প্রাথমিক পর্যায়ে। শহরের জল নিকাশি ব্যবস্থার গুরুত্বপূর্ণ এইসব জলাভূমি।  হাইকোর্টেও জনস্বার্থে মামলা হয়েছে শহর বহরমপুরের পুকুর ভরাটের অভিযোগ নিয়ে। এর মাঝেই পরিদর্শন নিয়ে শুরু রাজনৈতিক বিতর্কও।  সমস্ত বিতর্ক এড়িয়ে প্রশাসনিক কর্তারা  বলছেন,  নিয়মিত পর্যবেক্ষণ চলছে। সক্রিয় রয়েছে বিশেষ প্রতিনিধি দল।