পুকুরে উদ্ধার জীবনের আরেকটি মোবাইলও । উচ্ছ্বাস শ্রমিকদের

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্ত, আন্দিঃ  টানা প্রায় ৬৬ ঘন্টা তল্লাশির পর উদ্ধার হল জীবন কৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন। সোমবার সকালে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। দুপুর ১২ টা ১৪ নাগাদ উদ্ধার হল দ্বিতীয় ফোন। পুকুরের পশ্চিম দিকে ছিল ওই ফোন। উদ্ধারকারী শ্রমিকদের দাবি, সাদা একটি প্যাকেটে মুড়িয়ে রাখা ছিল মোবাইল ফোন।
বিধায়ক গ্রেপ্তারের পরেও তাঁর বাড়ির পাশে পুকুরে চলে দেওয়া দ্বিতীয় মোবাইলের খোঁজ। রবিবার সকালে তল্লাসির সময় পুকুর থেকে বিধায়ক জীবন সাহার একটি মোবাইল ফোন খুঁজে পায় সিবিআই। গত শুক্রবার বিকেলে সিবিআই আধিকারিকদের জেরার সময় আচমকা নিজেকে বাঁচাতে তাঁর ব্যাবহারের দুটি মোবাইল ছুড়ে ফেলে দিয়েছিলেন পাঁচিলের ওপারে পুকুরে। পুকুরের জল ছেঁচে উদ্ধার রবিবার সকালে উদ্ধার হল একটি ফোন। অন্যম ফোনের খোঁজে পুকুরেই চলতে থাকে তল্লাশি। রবিবার বিকেলে জেসিবি নিয়ে এসে মাটি কেটে আরেকটি মোবাইলের তল্লাশি শুরু করে সিবিআই। এদিন সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয় সেই কাজ। সোমবার সকাল থেকে ফের জেসিবি দিয়ে মাটি কেটে চলে হারানো ফোনের খোঁজ। একদিকে মাটি কাটার কাজ হয়েছে অন্যদিকে শ্রমিকরা সেই মাটি থেকে ফোন খোজার কাজ করেছেন । ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে । তার মাঝেই ফোন উদ্ধরে কার্যত স্বস্তিতে সিবিআই।