পিছিয়ে গেল পঞ্চায়েত ভোট, কি বলছেন সাধারন মানুষ?

Published By: Madhyabanga News | Published On:

হাই কোর্টের রায়ে পিছিয়ে গেল পঞ্চায়েত ভোট। ভোট কবে? ভোটের দিন নিয়েও ক্রমশই কৌতুহল বাড়ছে সাধারন মানুষের মধ্যেও। হাই কোর্টের রায়ে কি প্রতিক্রিয়া সাধারন মানুষের? তারা কি চাইছেন? জানতে বেড়িয়ে পড়ল ইমেজিন কমিউনিটি টিভির ক্যামেরা। দেখুন এই প্রতিবেদন।

হাই কোর্টের রায়ে পিছল পঞ্চায়েত ভোট। ভোট প্রক্রিয়ায় ১৬ ই এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারির পর দীর্ঘ টাল বাহানায় শুক্রবার মনোনয়নের আরও একদিন জারির কথা ঘোষণা হয়। ১ লা মে নির্ধারিত দিনে ভোট হচ্ছে না, তাও জানিয়ে দেওয়া হয়। ত্রি স্তর পঞ্চায়েত ভোটের দিন পিছিয়ে যাওয়ার পর ফের কবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে নতুন দিন ঘোষিত হয়, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা, কল্পনা। বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় হাই কোর্টের এই রায় নিয়ে সাধারন মানুষের কি প্রতিক্রিয়া, তা জানতেই বেড়িয়ে পড়ল আমাদের ক্যামেরা।