পিচ রাস্তায় পেঁয়াজ ফেলে দিয়ে বিক্ষোভ নওদায়। কেন এমন কান্ড ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  পেঁয়াজ চাষে ক্ষতি হয়েছে নওদার চাষিদের। এক কেজি পেঁয়াজের দাম চার থেকে পাঁচ টাকা। মাঠ থেকে পেঁয়াজ তুলতে ভয় পাচ্ছেন কৃষকরা। দামের দাবিতে নওদায় বিডিও অফিসের সামনে  রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ দেখালেন চাষিরা।  পেঁয়াজের দাম কুইন্টাল প্রতি ২ হাজার টাকা করার দাবিতে নওদায় রাস্তায় পেঁয়াজ ফেলে প্রতিবাদে সামিল পেঁয়াজ চাষিরা। নওদার বহু কৃষক পেঁয়াজ চাষ করেন। তবে এবছর পেঁয়াজ চাষ করেও চাষের খরচ তুলতে হিমশিম খাওয়ার অবস্থা কৃষকদের । বর্তমানে কুইন্টাল প্রতি ৫০০ টাকারও কম পেঁয়াজের দাম । পেঁয়াজের দাম কুইন্টাল প্রতি ২ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার নওদা ব্লক অফিসে স্মারকলিপি প্রদান করল কৃষক সংগ্রাম কমিটি। এদিন রাস্তার উপর পেঁয়াজ ফেলে বিক্ষোভেও সামিল কৃষকরা। শুধু পেঁয়াজের সহায়ক দামই নয় তাঁর সাথে আরও বেশ কিছু দাবি নিয়ে এদিন সোচ্চার হন সংগঠনের সদস্যরা।