পায়ে হেঁটে সীমান্তে অধীর, চাইলেন ভারত বাংলাদেশ বাণিজ্য পথ

Published By: Madhyabanga News | Published On:

ভারত- বাংলাদেশ সীমান্তের চর কাকমারী পরিদর্শন করে সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য পথ তৈরির দাবি জানালেন অধীর রঞ্জন চৌধুরী ।    শনিবার তিনি পায়ে হেঁটে চর এলাকা পরিদর্শন করেন। এছাড়াও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তাদের দাবি দাওয়া শোনেন।

এদিন তিনি বলেন,নিজে উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যাতে এই এলাকায় সাধারণ মানুষের দাবি মতো একটি আন্তর্জাতিক বাণিজ্য পথ তৈরি করা যায়। চিঠিও দিয়েছি সেই চিঠির জবাবও এসেছে। আমি চাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এই এলাকায় একটি আন্তর্জাতিক বাণিজ্য পথ তৈরি হোক।
তিনি আরোও বলেন, এই এলাকায় আন্তর্জাতিক বাণিজ্য পথ হলে মুর্শিদাবাদ, নদীয়া,মালদার মানুষকে বাংলাদেশে যাওয়ার জন্য বেশি দূর ঘুরে যেতে হবে না। এছাড়াও স্থানীয় মানুষজন ব্যাবসা করে জীবিকা নির্বাহ করতে পারবে।