পার্লেজি বিস্কুট নিয়ে আন্দোলনে যাবোঃ বহরমপুরে দীপ্সিতা । শিক্ষানীতি নিয়ে আক্রমণ তৃণমূল, বিজেপি’কে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কামড় নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এক টেট আন্দোলনকারীকে কামড়ানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।  এর মধ্যেই বহরমপুর রবীন্দ্রসদনে এসে জেএনইউ’এর প্রাক্তন নেত্রী দীপ্সিতা ধর আন্দোলনে পার্লেজি বিস্কুট নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সরকার বিরোধীদের। এদিনের ভাষণে দীপ্সিতা বলেন, ” পরের বার মিটিং, মিছিলে ৫ টাজার পার্লেজি বিস্কুটের প্যাকেট নিয়ে যাবেন। যদি কুকুর কামড়ানোর আগে তাকে বিস্কুট দিয়ে শান্ত করা যায়”। দীপ্সিতা আরও বলেন, “আমরা পড়াশোনা করে নিজের যোগ্যতার চাকরি পেতে যান”।

এদিন নয়া শিক্ষানীতি নিয়ে বলতে এসে কেন্দ্র, রাজ্য সরকারকে নিশানা করেন এসএফআই নেত্রী। দীপ্সিতার দাবি, রাজ্যে পিপিপি মডেলের মাধ্যমে শিক্ষার বেসরকারীকরণ করতে চাইছে রাজ্যের সরকার। এতে  লাভের গুড় খেয়ে যাবে কর্পোরেট সংস্থাগুলি।