‘পাবলিকের খুব চাপ’ বেলডাঙায় মনোনয়ন দিলেন ভরত ঝাওর

Published By: Madhyabanga News | Published On:

পৌরভোটে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বেলডাঙ্গা পৌরসভার প্রাক্তন পৌরপিতা ভরত ঝাওর। ভরতই কংগ্রেস বোর্ড নিয়ে ২০১৬ তে  যোগ দিয়েছিলেন তৃণমূলে। কার্যত তার হাত ধরেই বেলডাঙ্গা পৌরসভা দখল করে তৃণমূল। তবে বাইশের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান হয়নি ভরত ঝাওরের।

“ তৃণমূল জায়গা দেয় নি- বাধ্য হয়ে মানুষের চাপে পৌর ভোটে নির্দল হয়েই প্রতিদ্বন্দ্বিতা করছি”  ,  মনোনয়ন দিলে জানালেন  ভরত ঝাওর।  মঙ্গলবার বহরমপুরে এসডিও অফিসে এসে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন তিনি।  তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশের পরেই নাম না থাকায় বাইশের ভোটে নির্দল হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ভরত ঝাওর।  মনোনয়ন পেশের পর কিছুটা আবেগতাড়িত হয়ে পরেন প্রবীণ এই নেতা।

নয়ের দশকে আরএসপি কাউন্সিলার হয়েছিলেন ভরত। ২০১০ সালে কংগ্রেসের কাউন্সিলার হন ভরত। ২০১৫ তেও ১৪ নম্বর ওয়ার্ডে  জেতেন কংগ্রেস প্রার্থী হিসেবে ।