পান্তা ভাতের জল তিন পুরুষের বল

Published By: Madhyabanga News | Published On:

ইন্দ্রাশিস বাগচি : পান্তা ভাতের জল তিন পুরুষের বল — বলেছিলেন ভারতের প্রথম মিষ্টার ইউনিভার্স মনোহর আইচ । তবে মনোহর আইচের মতো শরীরচর্চা না করেও উজ্জ্বল ত্বক ও সতেজ শরীর পেতে পান্তাভাতের জুড়ি মেলা ভার । চাঁদি ফাটা রোদে যখন হাঁসফাঁস অবস্থাতখন নিজের শরীরটাকে একটু শীতল রাখতে খাওয়া যেতেই পারে এক থালা পান্তাভাত । কিন্তু কেন খাবেন এই পান্তাভাত বিশেষজ্ঞদের মতে , ১২ ঘন্টা ভাত ভিজিয়ে রাখলে ১০০ গ্রাম পান্তাভাতে ৭৩.৯০ মিলিগ্রাম আয়রন তৈরী হয় । যেখানে সমপরিমাণ গরম ভাতে আয়রনের পরিমাণ ৩.৪ মিলিগ্রাম । যেখানে ১০০ গ্রাম পান্তাভাতে ক্যালশিয়াম থাকে ৮৫০ গ্রাম , সেখানে সমপরিমাণ গরম ভাতে ক্যালশিয়ামের পরিমাণ মাত্র ২৭ গ্রাম । এবং পান্তাভাতে সোডিয়ামের পরিমাণ কমে হয় ৩০৩ মিলিগ্রামগরম ভাতে যার পরিমাণ ৪৭৫ মিলিগ্রাম ।এতো গেলো পান্তাভাতের উপাদান পরিমাণের হিসেব । জানেন কি , পান্তাভাত শরীর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশনের গবেষণা  বলছে ,১) ভাত জলে ভিজিয়ে রাখলে পাকস্থলীর প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সহ আরও কিছু এনজাইমের কার্যকারীতা বহুগুন বেড়ে যায় । ফলে পান্তাভাতের জটিল শর্করাগুলি খুব সহজেই হজম হয়ে যায় । ২) পান্তাভাত ভিটামিন বি–৬ এবং ভিটামিন বি –১২ এর উৎস ।৩) দেহের বহু উপকারী ব্যাকটেরিয়া পান্তাভাতে তৈরী হয়  ৪) কোষ্ঠবধ্যতা দূর হয় । ৫) পেটের সমস্যার সমাধান হয় ।৬) শরীর সতেজ থাকে । ৭) রক্তচাপ স্বাভাবিক থাকে ।৮) শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে ।৯) হার্ট সুস্থ  থাকে । তাহলে আর দেরী কেন ? বৈশাখ  মাসের প্রখর রোদের তেজের সাথে পাঙ্গা দিয়ে সুস্থ শরীরে  কাজ করতে আপনার খাবারের মেনু হোক এক থালা “পান্তাভাত “।

See also  ৩০ জুনের মধ্যে আধারের সাথে প্যান কার্ড না জুড়লে বন্ধ হবে মাইনে, কীভাবে জুড়বেন PAN এবং AADHAR