পাচার হয়ে যাচ্ছে রেশনের কেরোসিন ! অভিযোগ সাগরদিঘীতে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ যে কেরোসিন  গ্রাহকদের পাওয়ার কথা তা চলে যাচ্ছে অন্য কোথাও! রেশনের কেরোসিন তেল রাতের অন্ধকারে পাচারের অভিযোগ উঠল সাগরদিঘীতে ! মুর্শিদাবাদের সাগরদীঘির বাজিতপুর এলাকায় হাতেনাতে কেরোসিন তেল ভর্তি গাড়ি আটকাল স্থানীয় বাসিন্দারা ।

গ্রাহকদের একাংশের অভিযোগ,  বাজিতপুর গ্রামের রেশন ডিলার সেলিম সেখ গাড়ি করে কেরোসিন তেল পাচারের চেষ্টা করেন। সোমবার ভোর রাতের ঘটনায় ৮০০ লিটার কেরোসিন তেল উদ্ধার হয়। রেশন ডিলারের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা।

খবর দেওয়া হয় সাগরদীঘি থানায়। পুলিশ এসে কেরোসিন তেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন রেশন ডিলারের ভাই। স্রেফ চক্রান্ত বলে পাল্টা দাবি করেন। এই ঘটনায় অভিযুক্ত রেশন ডিলারের কোন প্রতিক্রিয়া মেলে নি। ঘটনার তদন্তে সাগরদীঘি থানা।