মাসুদ আলি, সামসেরগঞ্জঃ অঞ্চল সভাপতি নিয়ে কোন্দল সামলে ওঠার আগেই সামসেরগঞ্জে ক্ষোভ কৃষক নেতার . সামসেরগঞ্জে দুই নেতার বয়ানবাজিতে ফের সামনে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ” যাদের ক্ষমতায় নিয়ে এলাম তারাই আমাদের অহঙ্কার দেখাচ্ছে, পাওয়ার দেখাচ্ছে”, ক্ষোভ প্রকাশ করে দাবি তৃণমূল কৃষক সেলের সামসেরগঞ্জ ব্লক সভাপতি বজলুর রহমানের । সোমবার সামসেরগঞ্জের বাসুদেবপুরে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা বজলুর রহমান দলের নেতাদের বিরুদ্ধে একধিক অভিযোগ করেন । পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে দলকে কার্যত হুঁশিয়ারি দেন তিনি। ব্লক সভাপতি ও নেতাদের দাম্ভিক বলেও আক্রমণ করেছেন কিষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেস নেতা ।
যদিও সামসেরগঞ্জে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহিদুল ইসলামের দাবি, দলের শাখাসংগঠনের সভাপতি নন বজলুর। একুশের ভোটে কংগ্রেসের হয়ে কাজ করেছেন তিনি। ২০২১ থেকে দলের কোন সম্পর্ক নেই ওই ব্যক্তির সাথে।
পাওয়ার দেখাচ্ছে নেতারাঃ সামসেরগঞ্জে ক্ষোভ তৃণমূল নেতারই
Published By: Madhyabanga News |
Published On:
