এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পাঁচগ্রামে ভয়ঙ্কর মৃত্যু হল ক্যামেরাবন্দী ! স্টেট বাসের সামনে সাইকেল। তারপর ?

Published on: November 11, 2022

শুভরাজ সরকারঃ নবগ্রামঃ শুক্রবার সকালে মুর্শিদাবাদের পাঁচগ্রামে  মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আর সেই দুর্ঘটনার ছবি ধরা থাকল সিসি ক্যামেরায়।

মৃত ব্যক্তির নাম রিয়াফত সেখ,  বাড়ি সর্বনগরে। এদিন    সকাল ৬  টা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন রিয়াফত সেখ। সেই সময়  লালগোলা দিঘা রুটের  সরকারি বাসের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে সাইকেলের। ঘটনাটি ঘটে পাঁচগ্রামের  হজবিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়তের  কাছে ।  ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তিত ।    খবর নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই সরকারি বাস। সাইকেল আরোহী রাস্তার একদিক থেকে অন্যদিকে যাচ্ছিলেন। বেশ গতিতে আসছি বাস। বেলাগাম গতিতে ছিল বাস। দুর্ঘটনার পর ওই বাস পাংচার হয়ে যায়। পালিয়ে যান বাস চালক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now