পশ্চিমবঙ্গে সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের মধ্যে গ্রেফতারও করতে পারবে BSF

Published By: Madhyabanga News | Published On:

ক্ষমতা বাড়ল বিএসএফের BSF । পশ্চিমবঙ্গেও ভারত বাংলাদেশ আন্তর্জাতিক  সীমান্ত থেকে ভারতীয় ভূখন্ডে ৫০ কিলোমিটার এলাকায় বিএসএফ গ্রেফতার, তল্লাশি এবং সামগ্রী বাজেয়াপ্ত করতে পারবে।

সম্প্রতি ভারত পাকিস্থান সীমান্ত লাগোয়া এলাকায় ড্রোনের মাধ্যমে অস্ত্র পৌঁছে দেওয়ার ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

নতুন এই নিয়ম শুধু পশ্চিমবঙ্গ নয়, জারি হয়েছে  অসম ও  পঞ্জাবে।  এই রাজ্য গুলিতে কার্যত   রাজ্য পুলিশের মতোই গ্রেফতারের ক্ষমতা পেল বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন  নির্দেশিকায় এমনটা  জানানো  হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের ভারতীয় ভূখণ্ডে সীমান্ত থেকে  ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে বিএসএফ’কে ।  ১৫ কিলোমিটার থেকে সীমা বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে।