পর্যটনে ফোকাস মুর্শিদাবাদ, মোতিঝিলকে নতুন করে সাজানোর দায়িত্ব নিল পর্যটন দপ্তর Murshidabad Tourism Development

Published By: Madhyabanga News | Published On:

রাজ্যের পর্যটন মানচিত্রের ফোকাসে মুর্শিদাবাদ Murshidabad । ঐতিহাসিক জেলা শুধু ইতিহাসে নয় সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যেও। এবার মুর্শিদাবাদের পর্যটনের বিকাশে নতুন করে উদ্যোগী হল রাজ্য সরকারের পর্যটন দপ্তর DEPARTMENT OF TOURISM GOVERNMENT OF WEST BENGAL । জেলার পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে প্রাথমিকভাবে  জেলার অন্যতম  পর্যটন কেন্দ্র মোতিঝিলকে MotijhilMurshidabad  বেছে  নেওয়া হয়েছে । মোতিঝিল কে নতুন ভাবে সাজাতে উদ্যোগী পর্যটন দপ্তর। বুধবার বহরমপুরে  হয়ে গেল মতিঝিলের হস্তান্তর প্রক্রিয়া।

এতদিন  মোতিঝিলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন।   এবার সেই দায়িত্ব  নিল রাজ্য পর্যটন দপ্তর।

বুধবার বহরমপুরে সার্কিট হাউসে মোতিঝিল  হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পর্যটন দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর হাতে মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী আনুষ্ঠানিক ভাবে চুক্তি পত্র তুলে দেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর।

এদিন সরকারি অনুষ্ঠানে  মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে নানান বিষয় তুলে ধরা হয়। ডিজিট্যাল মাধ্যমে পর্যটকদের টানা, সার্কিট ট্যুরিজমে  জোর দেওয়া, পথসাথীকে উন্নত মানের করে গড়ে তোলা, ভাগীরথী নদীর তীরে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যোগাযোগের সমস্যার সমাধান করা, একাধিক বিষয় নিয়ে কালচারাল হেরিটেজ হিসেবে তুলে ধরা মুর্শিদাবাদকে।