নিজস্ব সংবাদদাতা বহরমপুর ৪ঠা জুলাই – টোটো ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ ছাত্রী। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে। আহত ভরতপুর আলেয়া উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীদের ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তিনজনের চিকিৎসা চলছে সেখা নেই। দুই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ইউনিট টেষ্ট দিয়ে স্কুল থেকে টোটো করে বিনোদিয়া গ্রামের বাড়ি ফিরছিল পাঁচজন ছাত্রী। ভরতপুর ব্লক মোড়ের কাছে একটি এম্বুলেন্স টোটোয় ধাক্কা মারলে আহত হয় ছাত্রীরা।
পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার পথে জখম পাঁচ ছাত্রী ভরতপুরে
Published on: July 4, 2022















