পরিবেশ বাঁচাওঃ একলাই বলছেন বহরমপুরের শংকর

Published By: Madhyabanga News | Published On:

একটি পরিবেশ বাঁচানো স্বেচ্ছাসেবী সংস্থার নিরীক্ষা বলছে দেশে একদিনে ১লক্ষ ৩০ হাজার গাছ কাটা হচ্ছে | গাছ কেটে, জলাভূমি বুজিয়ে তৈরী হচ্ছে বড়ো বড়ো ফ্ল্যাট | এই পরিস্থিতিতেও “পরিবেশ বাঁচাও”… একাই বলছেন বহরমপুরের শংকর|‘যারা গাছ কাটে, জলাভূমি বোজায় ওঁরা মানুষ খেকো হাঙ্গর|হাঙ্গরদের সাথে লড়াই করে পারবো না তাই একাই প্রতিবাদ করি – এমনটাই জানাচ্ছেন পরিবেশ প্রেমী শংকর সাহা |নাগরিক সভ্যতার আরবান অরণ্যে মানুষের কণ্ঠস্বর ক্রমশ চাপা পরছে |নির্বিচারে গাছ কাটায় বাড়ছে বিশ্বউষ্ণয়ন | এতো কিছুর মাঝেও প্রকৃতিকে বাঁচানোর লড়াই একা লড়ে যাচ্ছেন বছর পঞ্চাশ এর শংকর সাহা | শংকর সাহা পেশায় একজন হকার | হার্ডওয়্যার লাইনের খুচরো মাল দোকান দোকান বিক্রি করেন | প্রতি মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের সামনে একাই প্রতিবাদ জানান গাছ কাটার বিরুদ্ধে | “গাছ লাগাও প্রাণ বাঁচাও” হাতে লেখা একটা পোস্টার হাতে ঝুলিয়ে একাই বক্তব্য রাখেন | কখনো গান করে সবাই বোঝান এই পৃথিবীতে গাছ, জলাভূমি না বাঁচালে কি সমস্যা হবে | তার উদ্দেশ্য একটাই জনগন কে সচেতন করা | নিজের মতোই প্রতি মঙ্গলবার এই প্রতিবাদ কর্মসূচি তিনি একাই পালন করেন |’এই লড়াই একা কেন, আপনার মতন তো অনেকেই বাঁচাতে চান, তাদের সাথে কাজ করছেন না কেন ‘? জবাবে বলেন – ‘আমি কারোর সাথে শত্রুতায় জড়াতে চাইনা |অনেক মানুষ প্রতিবাদ করতে গিয়ে আরও সমস্যা বাড়িয়ে দেন |আমি কোনো বিবাদে জড়াতে চাইনা ‘ | আরও বলেন যারা শুভবুদ্ধি সম্পন্ন তাঁরা যদি ওঁনার পাশে এসে দাঁড়ান তাতে উনি কাউকে বাধা দেবেন না |প্রতি মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনের সামনে একাই গান করেন, একাই বক্তব্য রাখেন কাউকে বিরক্ত না করেই, অভিমত স্থানীয় লোকেদের | প্রকৃতি বাঁচানোর এই লড়াই তিনি যতক্ষণ পারবেন একাই লড়বেন বলে জানান | আরও বলেন করোনার ভয়ে তিনি এখন কম সময় দাঁড়াচ্ছেন | তাঁকে দেখে অনেক মানুষই আবার গাছ লাগাচ্ছে | গাছ কাটলে অন্তত অনেকে প্রতিবাদ করতে শিখেছে অনেকেই,এতেই খুশি শংকর | একটুকুই তার আনন্দ, মানুষ কিছুটা হলেও সংযত ও সচেতন হয়েছেন |