পথশ্রীর রাস্তায় নেই শিডিউল, খারাপ মানের ইট ! হরিহরপাড়ায় ক্ষোভ

Published By: Madhyabanga News | Published On:

মামিনুল ইসলাম, হরিহরপাড়াঃ তৈরী হচ্ছে পথশ্রীর রাস্তা। কিন্তু টাঙানো নেই শিডিউল। খারাপ মানের ইট দিয়ে কাজ হচ্ছে রাস্তার। হরিহরপাড়ার বিক্ষোভ দেখিয়ে পথশ্রীর রাস্তা তৈরীর কাজ বন্ধ করে দিলেন গ্রামের মানুষ।  রেজলাপাড়া পিচ রাস্তা থেকে  সুন্দলপুর নদীর ধার পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তা কাজ শুরু হয় কয়েকদিন আগে। এই ১ কিলোমিটার  রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৩,২৬,২০০০ টাকা। কিন্তু  স্থানীয়দের দাবি, শিডিউল  না টাঙিয়েই  রাস্তার কাজ শুরু করেছে। একেবারে নিম্নমানের ইটের কুচি ফেলে তৈরি করা হচ্ছে রাস্তার কাজ।

 

গ্রামবাসীদের দাবি,  রাস্তার দুই পাশে পুকুর রয়েছে ।  গার্ডওয়াল না দিয়ে তৈরি করছে রাস্তা।  এতে রাস্তা কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে   ধরমপুর গ্রাম পঞ্চায়েতের  প্রধান আনারুল ইসলামের  দাবি, এই রাস্তায় গার্ড ওয়ালের কোন স্কীম নেই। পঞ্চায়েত উন্নয়নের অর্থ থেকে গার্ডওয়াল চেষ্টা করবে। শিডিউল না টাঙানোর কথা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানও। হরিহরপাড়ার  বিডিও রাজা ভৌমিক  জানান, গার্ডওয়াল নিয়ে ভাবছে ব্লক প্রশাসনও।  শিডিউল সামনে রেখে কাজ করার নির্দেহস দেওয়া হবে। যদিও ঠিকাদার ওয়াদেলুজ্জামানের দাবি, শিডিউল মেনেই কাজ হচ্ছে। কেউ ছিঁড়ে ফেলবে বলে সরিয়ে রাখা হয়েছে।